টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে আমাদের টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকমের মাধ্যমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বাসাইলবাসীকে বলেন, আমরা যারা সরকারের প্রতিনিধি হয়ে আসি তারা সব সময় চেষ্টা করি সরকারের কাজটাকে সঠিক ভাবে বাস্তবায়ন করি তার জন্য আপনারা সহযোগিতা করেন। আমার ব্যাচমেট শামছুন নাহার স্বপ্না যে ভাবে আপনাদের সহযোগিতা করেছেন আশা করি আমার কাজ থেকে সে ভাবে সহযোগিতা পাবেন। তাকে যে ভাবে সহযোগিতা করেছেন আমাকেও আপনারা সবাই সহযোগিতা করবেন।