টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে নিরব নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদাবাড়ি চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী আনোয়ার হোসেন সাদ্দামের ছেলে।
নিহতের চাচা সুজন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিরব বাড়ির উঠানে খেলা করছিল। পরে তাকে পাওয়া যাচ্ছিলো না।
খোঁজাখুজির এক পর্যায় বাড়ি পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আতিকুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হয়।
পরে ইসিজি করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।