টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির মাষ্টারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা কৃষকলীগ। আজ দুপুরে বিক্ষোভ মিছিলটি বাসাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আল মামুন নবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসাইল উপজেলা আওয়মীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়াররম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রউফ, শ্রমিক লীগের সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন আলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সফিউল আরেফিন খান সুজন, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, কাশিল ইউনিয়ন যুবলীগের সভাপতি পিন্টু জমাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপুল খান, আওয়ামীলীগ নেতা আজাদ তালুকদার, তোফাজ্জাল হোসেন, সেলিম রেজাসহ অন্যরা।