টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ।
সোমবার(১৪ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনপুর ইউপি’র পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম তায়্যিবা আক্তার(২১)। সে ওই এলাকার নজরুল ইসলাম খান হিরা মওলানার ছেলে ব্যবসায়ী বুলবুল খানের স্ত্রী। বুলবুল-তায়্যিবা দম্পতির ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন গৃহবধূ’র মৃত্যুর এ ঘটনা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, প্রতিদিনের মতন তায়্যিবা সকালের নাস্তা তৈরী করতে রান্নাঘরে যায়। এসময় চুলায় আগুন জ্বালাতে পাশে থাকা লাকড়ির স্তুপে টানদিলে হঠাৎ তাকে সাপে কামড় দেয়। বিষয়টি বাড়ির সদস্যদের জানালে স্থানীয় কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দিতে থাকলে তার শারীরীক অবস্থা আরো অবনতি ঘটে। বেলা ১২টার দিকে তাকে পাশ্ববর্তী সখিপুর উপজেলা সদরের একটি প্রাইভেড ক্লিনিকে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।