বাসাইল (টাঙ্গাইল) থানার মামলা নং ০২তারিখ ০৮\০৫\২০২০ খ্রিঃ ধারা ৩২৩\৩২৬\৩০২\৫০৬\১১৪\৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি শাহীন মিয়া (৪০) কে ১১\০৭\২০২০ খ্রিঃ রাত অনুমান ০৯,৩৫ ঘটিকার সময় , নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন নাজির পুর গ্রামে, মাননীয়, বিশেষ পুলিশ সুপার জনাব,মোহাম্মদ রিয়াজুল হক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার জনাব ছরোয়ার জাহান সরকার মহোদয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই প্রীতেশ তালুকদার সহ সিআইডি টাঙ্গাইল জেলার একটি বিশেষ টিম কর্তৃক গুরুদাসপুর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া জনৈক নুরু মিয়ার বসত ঘর হইতে গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃত আসামি শাহীন মিয়া বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রাদন করে ।
সূত্রঃ সিআইডি টাঙ্গাইল জেলা