বিরল সন্মাননা পেলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। টাইমস ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবার জায়গা পেলেন বলিউডের এই অভিনেতা এবং মিউজিশিয়ান।
বিশাল এই অর্জন পেয়ে স্বভাবতই আপ্লুত এ অভিনেতা । নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে আয়ুষ্মান লেখেন, ‘টাইমস আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি সত্যি গর্বিত। একজন শিল্পী হিসাবে আমি সবসময়ই চাই সমাজে সুস্থ পরিবর্তন আসুক।সিনেমার মাধ্যমে মানুষকে,সমাজকে পজিটিভ বার্তা আমি দিতে চাই। এটা সিস্টেমের প্রতি আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে দিল। আমি সবসময় বিশ্বাস করি সিনেমার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব।’
টাইম-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন, রাজনৈতিক নেতা, উদ্যোক্তা, সমাজকর্মী, শিক্ষাবিদ, অভিনেতা-সহ একাধিক ক্ষেত্রের মানুষজন। ভারত থেকে রয়েছেন বেশ কয়েকজন ব্যক্তিত্ব। টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা আয়ূষ্মান খুরানা।