বৈশ্বিক করোনার সাথে এবার যোগ হয়েছে বন্যার ধকল। বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের দেড় লাখ তাঁত। অনিশ্চিয়তায় পড়েছে বিশ্বখ্যাত টাঙ্গাইল শাড়ির উৎপাদন। বেকার হয়ে পড়েছে এ শিল্পের সাথে জড়িত কয়েক লাখ মানুষ। কেউ কেউ বেছে নিচ্ছেন দিন মজুরিসহ অন্যান্য পেশা।
জানা যায়,টাঙ্গাইলের কালিহাতী, দেলদুয়ার, সদর, বাসাইল, নাগরপুর ও মির্জাপুর উপজেলায় প্রায় দুই লাখ তাঁত রয়েছে। আর এ শিল্পের সাথে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ। বাঙ্গালী রমণীদের প্রথম পছন্দ এই টাঙ্গাইলের শাড়ি। অথচ নানা প্রতিবন্ধকতার কারণে ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পটি আজ ধ্বংসের মুখে। দফায় দফায় সূতার মূল্য বৃদ্ধি। করোনার কারণে আমদানী নির্ভর তাতের কাঁচামালসহ প্রতিটি যন্ত্রাংশের দাম বেড়েছে কয়েক গুণ। এ কারণে অসংখ্য মহাজন তাঁত বন্ধ করে দিয়েছেন। নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে যারা টিকে ছিল সাম্প্রতিক বন্যায় তারাও শেষ অবলম্বন হারিয়ে দিশেহারা। তদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এনজিও, ব্যাংক ঋণ, দাদন ব্যবসায়ীর দেনাসহ কিস্তির টাকা যোগান দিতে গিয়ে কেউ কেউ দেউলিয়া হয়ে পড়েছেন। অনেকেই বাপ দাদার ঐতিহ্যবাহী এই ব্যবসা ছেড়ে দিন মজুরি, ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছে। সরকারি প্রণোদনার কোন সহায়তা এসব তাঁতী ও মহাজনদের কাছে পৌঁছেনি বলে তাদের অভিযোগ।
তাঁতীরা জানান,বার বার হুচট খাচ্ছে এ শিল্পটি। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই হারিয়ে যাবে টাঙ্গাইল শাড়ি। শিল্পটি বাঁচাতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতার কোন বিকল্প নেই।করোনা আর বন্যায় তাঁত শিল্প ধ্বংসের মুখে। তাঁত কাজ বন্ধ করে দিয়ে দিনমজুরের কাজ করছি।বুক ফাটা কান্না দেখার কেউ নাই।পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।
টাঙ্গাইল আর্টিজেন ওয়েল ফেয়ারের সভাপতি মোফাখখারুল ইসলাম বলেন, বিশ্বখ্যাত টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও স্বকীয়তা ধরে রাখতে সরকারি প্রণোদনার আওতায় আনতে হবে এ শিল্পকে। তবেই ফিরে আসতে পারে হারানো ঐতিহ্য।তাঁতশিল্পকে টিকে রাখতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে।তা না হলে বিশ্বখ্যাত টাঙ্গাইলের তাঁতশিল্প ধ্বংস হয়ে যাবে।মহামারি করোনা আর বন্যায় তাঁতী ও তাঁত মালিকদের দিশেহারা করে তুলেছে।এ যাবত কালে এরকম পরিস্থিতিতে পরেনি তাঁতী ও তাঁত মালিকরা।