ভালোবাসার অনুভূতি
সাইফুল ইসলাম
কোন বেদনা লুকাও তুমি
কোথায় দুখের বাড়ি
আমি তোমায় জড়িয়ে দিবো সুখের সবুজ শাড়ি।
চলতে থাকো চলার পথে
সাহস রেখো মনে
তোমার পাশে থাকবো আমি তোমার হাতটি ধরে।
তুমি অন্তরজুড়ে আছো প্রান্তরে–
তোমায় নিয়ে চলে যাবো চির বসন্তের শহরে।
যতই বলো তুমি আমায় ছেলেটা আজে-বাজে
কপালে তোমার টিপ পড়াবো সাজাবো বধুর সাজে।