টাঙ্গাইলের ভূঞাপুরে রবি /২০২০-২১ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, ক্ষুদ্র প্রান্তিক, মাঝারি ও বড় এবং হাইব্রিড ধান চাষে আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার(০৫ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিতরণী অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-০২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির।
বিষেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা আওয়ামী লীগের সদস্য আজহারুল ইসলাম সহ অনেকে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল।