টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষক,সাংবাদিক ও নাট্যকার সোহেল পারভেজে’র তৃতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মনিং সান কিন্ডারগার্টেন মাঠে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও ভূঞাপুর কেন্দ্রীয় সাহিত্য সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি ছিলেন”সম্মিলিত সাংকৃতিক জোটের সম্পাদক ও নাট্যকার জলিল আকন্দ, অধ্যাপক আসলাম পারভেজ স্বপন, শিক্ষক সমিতির সম্পাদক শাহ আলম সরকার ও খুররম খান।
এসময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্পাদক আমিনুল ইসলাম, অধ্যাপক আখতার হোসেন খান,জুলিয়া পারভেজ, ইলিয়াস হোসেন আকন্দ, অধ্যাপক আলী রেজা, এম.কে হাতেম, খায়রুল বাশার, হাফেজ নূরুল ইসলাম,আব্দুল হালিম সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা জসিম উদ্দিন।