টাঙ্গাইলের মধুপুর মহাসড়কের গাঙ্গাইর গুমা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় আব্দুল বাছেদ (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল মধুপুর মহাসড়কের গাঙ্গাইর গুমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালক উপজেলার গাঙ্গাইর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। ওসি তারিক কামাল জানান, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস গাঙ্গাইল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাপা খেয়ে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।