যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসুচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এম/ইউ/এ