মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য জীবনে এটি এই অভিনেত্রীর প্রথম সন্তান।
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন রাজ-শুভশ্রী। পরবর্তী সময়ে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন তারা। সেই বছর ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর চলতি বছর মে মাসে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই জুটি।
এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন শুভশ্রী। প্রায়ই তার বেবি বাম্পের ছবি পোস্ট করতেন। রাজও এই অভিনেত্রীকে যত্নে আগলে রেখেছেন।
শুভশ্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এই তারকা জুটিকে অভিনন্দন জানাচ্ছেন তাদের সহকর্মী ও ভক্তরা।
সূত্রঃরাইজিংবিডি ডটকম