টাংগাইল মির্জাপুরে আইডিয়াল মির্জাপুর টাংগাইল আইএমটি (IMT) পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ১০০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মির্জাপুরে আইডিয়ালের পক্ষ থেকে বহুরিয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।সেইসাথে আইডিয়াল মির্জাপুর টাংগাইল-আইএমটি (IMT) এর দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে এই আয়োজনটি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা সার্কেল এএসপি জনাব দিপংকর ঘোষ, মির্জাপুরের ইউএনও মহোদয় জনাব আবদুল মালেক, গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান, মির্জাপুরের নতুন বিসিএস ক্যাডার ৩জন, আইডিয়ালের প্রতিষ্ঠাতা আজাদ রহমান সহ মোয়াজ্জেম, মিজানুর, লাভলু, শিপলু, আরিয়ান, রাকিব, মনির, উজ্জল, ওসমান, নারায়ন, জনিসহ অনেকেই।
এ বিষয়ে টাংগাইল জেলা সার্কেল এএসপি জনাব দিপংকর ঘোষ বলেন, আইডিয়ালের এরকম সমাজসেবামুলক কাজে সর্বদা পাশে আছি। প্রত্যেকের উচিত এইমুহুর্তে এভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানো। সেইসাথে আইডিয়াল পরিবারের সকলকের মঙ্গল কামনা করছি।