টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে আসলাম মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের রেললাইনের ব্রিজের নিচে কুর্নী মহেড়া বিলে ভাসতে থাকা এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আসলাম ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, কাতার ফেরত আসলাম মাকে নুডুলস তৈরির কথা বলে বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেন নি। পরদিন সকালে বঙ্গবন্ধু সেতু রেললাইনের মির্জাপুর উপজেলার কুর্নী মহেড়া বিলে ব্রিজের নিচে এ লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।