টাঙ্গাইলের মির্জাপুরে একদিনে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ইউপি সদস্য, মেডিকেল শিক্ষার্থী এবং মৃত ব্যক্তির নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১২৪ জন।
সোমবার(২২ জুন) দুপুরে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে পৌরসভার ৩ নং ওয়ার্ডের চারজন, ১ নং ওয়ার্ডের তিনজন এবং উপজেলার গোড়াই ইউনিয়নের চারজন আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ১১ জন হলেন- মির্জাপুর পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের একজন সাংবাদিক (৩৫) ও তার স্ত্রী যিনি কুমুদিনী মেডিকেল কলেজের ছাত্রী (২৫), একই গ্রামের (৩০) বছর বয়সী একজন পুরুষ।
অপরদিকে, মির্জাপুর বাজারের ৩ নং ওয়ার্ড এলাকার একজন স্বাস্থ্যকর্মী (৩৫) যিনি বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও থেরাপি) হিসেবে কর্মরত আছেন এবং তার শ্বাশুড়ি (৫০)। একই ওয়ার্ডের অন্তর্ভুক্ত কলেজ রোড এলাকার (৫০) বছর বয়সী একজন পুরুষ এবং ইউনিয়নপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী (৬০) যিনি উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন তার নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে।
এছাড়াও উপজেলার গোড়াই ইউনিয়নের চারজন রয়েছে। এদের মধ্যে নাজিরপাড়া এলাকার একজন গোড়াই ইউপি মেম্বার (৪০), একই এলাকার (৭১) বছর বয়সী এক পুরুষ ও (১১) বছর বয়সী এক কিশোর এবং সোহাগপুর এলাকায় (২৩) বছর বয়সী একজন মহিলা আছেন।
উল্লেখ্য, গত ১৩ জুনের প্রেরিত ৫টি নমুনা পরীক্ষায় চারজন আর ১৫ জুনের বাকি আংশিক নমুনা পরীক্ষায় ওই ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ১৪ জুনের সংগ্রহকৃত নমুনার কিছু বাধ্যবাধকতার কারণে সেখান থেকে ৩৫টি নমুনা ১৫ জুন প্রেরণ করা হয়েছিল আর অবশিষ্ট ১৭টি নমুনা ১৬ জুন পাঠানো হয়েছিল।
মির্জাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল মালেক মোস্তাকিম বলেন, জনসাধারণ কে স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে প্রশাসন দিনরাত কাজ করে চলেছে আর টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ আক্রান্ত মির্জাপুর উপজেলা আজ ২২ জুন পর্যন্ত ১২৪ জন শনাক্ত,আর মৃত্যু-৪ জন,মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বাজার এলাকা গত( ১৬-২৫) জুন ১০ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে।