ইন্টারনেট ডেটা বান্ডেল প্যাকের সাথে ক্লাউড-ভিত্তিক মাইক্রোসফট ৩৬৫ সফটওয়্যার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন ই-মেইল সেবা চালু করেছে রবি।
এই সেবার আওতায় গ্রাহকরা ওয়ার্ড, এক্সেল, আউটলুক, মাইক্রোসফট টিমস, ওয়ানড্রাইভ স্টোরেজ এবং বিজনেস ক্লাস ইমেইলের মতো জনপ্রিয় মাইক্রোসফট ৩৬৫-এর অরজিনাল সেবাগুলো পাবেন।
সম্প্রতি গুলশানে কোম্পানিটির কর্পোরেট অফিসে প্রমোশন ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন। এ সময় তিনি বলেন, এন্টারপ্রাইজ এবং এসএমই গ্রাহকের হাতে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে রবি। তারই অংশ হিসেবেই আমরা মাইক্রোসফট ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার ও সেবাটি নিয়ে আসলাম।
রবির ২ জিবি থেকে ৮ জিবি ডেটা প্যাকে অরিজিনাল মাইক্রোসফট অ্যাপ্লিকেশন ও সেবাগুলো পাবেন গ্রাহকরা। সেবাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কল করতে হবে ১২১ নম্বরে।