নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আতাউল গনি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এসময় উপস্থিত শ্রদ্ধা নিবেদন করেন ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী প্রমুখ।
এরপর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, র্যাব, টাঙ্গাইল ফায়ার সার্ভিস, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। এছাড়া ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় বিভিন্ন আয়োজন করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরেই বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।