টাঙ্গাইলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে, নবাগত জেলা প্রশাসক, মোঃ আতাউল গনি মহোদয় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে, ১২ ই জুলাই, বেলা ১১ টায়, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গণি মহোদয় এর সাথে মতবিনিময় করার জন্য উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ ( গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী,চেম্বার অব কমার্স এর সভাপতি খান আহমেদ শুভ, টাঙ্গাইল বাস-কোচ- মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।