সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করলো ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা
আনোয়ার পাশা
-
প্রকাশ :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
-
৫৮৩
ভিউ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভার শেষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
এসময় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘ সারাদেশের মতো টাঙ্গাইলেও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আসলে দেশে মোট আয়তনেও ২৫ ভাগ গাছ থাকা প্রয়োজন হলেও আমাদের আছে মাত্র ১৫-১৭%। গাছ আমাদের বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো।’
এছাড়াও জেলা শাখার সমন্বয়ক মোঃ আলিফ বলেন, ‘সপ্তাহব্যাপী আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি তার উদ্বোধন চলছে। এবং কর্মসূচি অনুযায়ী প্রত্যেক উপজেলায় কর্মসূচিটি বাস্তবায়িত করবেন। ‘
তার পাশাপাশি আরো বলেছেন, ‘গাছ আমাদের পরম বন্ধু তাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারে আশেপাশের ফাঁকা যায়গাগুলোতে গাছ লাগান।’
এসময় তারা গাছগুলো রোপন করেন ডিস্ট্রিক্ট হেলীপ্যাডের পাশে।
এছাড়াও এসময় জেলা সহ-সমন্বয়ক কাওছার আহমেদ সহ অন্যান্য উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ