২১ নভেম্বর থেকে শুরু হবে ২০২২ কাতার বিশ্বকাপ, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। একদিনে চারটি ম্যাচের সূচি রেখে ফুটবলের বিশ্বসেরার আসরের দিনক্ষণ দিয়েছে ফিফা।
চূড়ান্ত সূচি যদিও এখনই দিচ্ছে না ফিফা। বাছাইপর্ব শেষ হওয়ার পর ২০২২ সালের মার্চে ঘোষিত হবে গ্রুপপর্বে কোন দল খেলবে কার বিপক্ষে।
উদ্বোধনী ম্যাচ হবে ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন আল বায়াত স্টেডিয়ামে, ২১ নভেম্বর। শিরোপা নির্ধারণী শেষ ম্যাচটি হবে ৮০ হাজার ধারণক্ষমতার দোহার লুসাইল স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়।
প্রথম দুই রাউন্ডে একদিনে হবে চারটি করে ম্যাচ, ১২ দিনে শেষ হবে গ্রুপপর্ব। খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায়।
৪০ মাইল দূরত্বে মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। সুতরাং দর্শক ও সাংবাদিকরা চাইলে একদিনে একাধিক ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন।
সূত্রঃচ্যানেল আই অনলাইন