আমার স্বপ্নের অপমৃত্যু!
সাহিত্য ডেস্ক
-
প্রকাশ :
সোমবার, ৬ জুলাই, ২০২০
-
১০৮৭
ভিউ
মোঃ মনির হাসান
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো কুয়াশার চোরাবালিতে
প্রতিদিন জিন্দা দাফন হয়!
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো ভূ-মধ্য সাগর গর্ভে
প্রতিদিন সলিল সমাধি রচিত হয়
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো সূর্যের “০” শূণ্য কিঃ মিঃ স্পর্শে
প্রতিদিন জ্বলে পুড়ে ভস্ম ছাঁই !
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো কেবল ক্ষণিক মায়া জাল!
ড্যাফোডিলের ন্যায় নিত্য ফুটে! নিত্য ঝরে যায়!
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো জলোচ্ছ্বাসের গ্রাসে
প্রতিদিন নিরুদ্দেশে ধাবিত হয়!
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো অগ্নিগিরি অগ্নি গর্ভে
প্রতিদিন অগ্নুৎপাতে নিমজ্জিত হয়!
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্নগুলো বিশ্বাস ঘাতক মীর্যাফরের ছুরিকাঘাতে
প্রতিদিন নিহত হয়!
অন্ধ বিশ্বাস ছিলো আমার, তা হবার নয়!
তবুও তাই হচ্ছে ! তাই-ই হয়!
প্রতিদিন আমি যে স্বপ্ন দেখি,
সে স্বপ্ন গুলোর অপমৃত্যু প্রতিদিনই হয়!!
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ